রাঙামাটি সরকারি কলেজে গতকাল শনিবার দুই ছাত্রের মধ্যে হাতাহাতির জের ধরে রাঙামাটির সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাস্থলে ইউপি চেয়ারম্যানদের ওপর হামলা চালানো হয়।
ফোরামের রাঙামাটি জেলা শাখার সহসভাপতি ওয়াগ্গা ইউপির চেয়ারম্যান অংহ্লা চিং মারমা অভিযোগ করেন, ৩৫-৪০ জন বাঙালি লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। তাঁরা সভাকক্ষে ঢুকে আদিবাসী চেয়ারম্যানদের মারধর করেন।
ইউপি চেয়ারম্যানদের কর্মবিরতি: সভাস্থলে ঢুকে ইউপি চেয়ারম্যানদের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে তিন পার্বত্য জেলার ইউপি চেয়ারম্যানরা আজ রোববার থেকে ১০ দিনের কর্মবিরতি ঘোষণা করেছেন। কর্মবিরতি পালনকালে সব ইউপি কার্যালয় বন্ধ থাকবে এবং নাগরিকত্ব সনদ দেওয়া হবে না। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের রাঙামাটি জেলা শাখার সভাপতি অরুণ কান্তি চাকমা কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস